সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় সোমবার দুপুর ১২টার দিকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ৯টি ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে, তবে তিন ঘণ্টা পেরিয়েও আগুন পুরোপুরি নির্বাপণ হয়নি।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, কারখানার দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়া শিল্প এলাকার বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
কারখানার শ্রমিকদের তথ্য অনুযায়ী, কারখানায় প্রায় ৪,১০০ জন কর্মী কাজ করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে সকল শ্রমিককে নিরাপদে বের করা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডিইপিজেড ফায়ার সার্ভিস ১২ টা ১৯ মিনিটে আগুনের খবর পায় এবং ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে জিরাবো ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট সহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কারখানার দ্বিতীয় তলায় ফিনিশিং গোডাউনে আগুন লেগেছে। এই সেকশনে শিপমেন্টের জন্য মালামাল রাখা ছিল এবং কার্টন ভর্তি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিস সূত্রের বরাত দিয়ে শ্রমিকরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আরও সময় লাগবে।
ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, “৮ তলা কারখানার দ্বিতীয় তলায় ওয়্যারহাউজে আগুন লেগেছে। প্রচুর ধোঁয়া ও তাপ রয়েছে। আমরা চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনার, তবে আরও সময় লাগবে।”
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি, তবে আগুনের তীব্রতা ও বিস্তার কমাতে কাজ চলছে।
একুশে সংবাদ/এ.জে