আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঘটেছে এই দুঃখজনক ঘটনা।
নিহত ওয়াসিম উলুকান্দি গ্রামের দিলা মিয়ারের ছেলে এবং স্থানীয় সরকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। নিহতের চাচা মোঃ জহিরুল ইসলাম জানান, বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর সময় গোয়ালঘর থেকে বের হওয়ার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক নিশ্চিত করেছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

