যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আলিপুর থেকে মক্কা সিমেন্ট ফ্যাক্টরী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পানি নিষ্কাশনের অভাব ও সংকীর্ণ সড়কে ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির বর্তমান অবস্থা অতিদুর্বল। এলাকাবাসী গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ দিয়েও কোনো ফল পাননি।
মহাসড়ক থেকে ভৈরব নদে যাতায়াত সহজ হওয়ায় এই এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ঘাট, গোডাউন এবং একাধিক কয়লা ও সারের ডাম্প। ব্যবসায়িক কারণে প্রতিদিন এখানে বহু লোড আনলোড ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। ব্যবসায়ীরা কোটি কোটি টাকা উপার্জন করলেও পৌর কর্তৃপক্ষ বা ব্যবসায়ী কেউ সড়কটি মেরামতের জন্য আগ্রহী নয়।
ফলে সড়কটি পুরো খানাখন্দে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির সময় রাস্তার পানি জমে হাটুপর্যন্ত পানি ঢেকে যায়। শিক্ষার্থীদের নোংরা কাদা ও পানি মাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। দীর্ঘদিন জমে থাকা পানিতে মশার উপদ্রব বেড়ে ডেঙ্গুর ঝুঁকি বাড়েছে। এছাড়া ট্রাক চাপায় মানুষ নিহত হওয়ার ঘটনা এই সড়কে ঘটেছে।
এলাকাবাসী জানান, খালি ও পণ্যবাহী ট্রাক এবং অতিরিক্ত পণ্যবাহী ভারী যানবাহনের কারণে রাস্তাটি পুরো নষ্ট হয়ে গেছে।
নওয়াপাড়া পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মারুক বলেন, “এলাকাবাসীর লিখিত আবেদনের প্রেক্ষিতে রাস্তাটি কোভিড-১৯ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া চলাচলের সমস্যার সমাধানের জন্য ওই এলাকার ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের চিঠি মাধ্যমে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। আলোচনা সাপেক্ষে দ্রুত সমাধান করা হবে।”
একুশে সংবাদ/এ.জে