ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আফসার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরিবারের অভিযোগ, ২০ দিন পার হলেও পুলিশ এখনও পুরো আসামিকে ধরতে পারেনি।
রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।
মামলার বাদী নিহতের স্ত্রী সেতু বেগম জানান, “আমার স্বামীকে গত মাসের ১৬ সেপ্টেম্বর রাতে বিল্লাল কাজির নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে। ২০ দিন পার হলেও পুলিশ এখনও আসামিদের ধরতে পারেনি। আমরা তিনজনকে শনাক্ত করেছি। আমাদেরকে আসামিরা মামলা উঠিয়ে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা দাবি করি, আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।”
স্থানীয় সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জহুরুল হক মিঠু বলেন, “নওপাড়া গ্রামটি শিক্ষিত ও ভদ্র গ্রাম হিসেবে পরিচিত। সেখানে এমন একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা গ্রামবাসী হিসেবে হত্যাকাণ্ডে জড়িত বিল্লাল কাজি ও তার সাঙ্গপাঙ্গদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আফসার হত্যাকাণ্ডের ঘটনায় ইজহার নামীয় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে