AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত



সরাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নওশাদ মাহমুদ, অরুয়াইল আব্দুর সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমি সুপার ইতি বেগম, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম ঘোষ, সুপার আবু আক্কাস হায়দার ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন শেখ মোহাম্মদ আমানউল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার।

সভায় সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমদুল কামাল সভাপতিত্ব করেন। এতে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী মাস্টার।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!