গোপালগঞ্জের মুকসুদপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো উপজেলা শিল্পকলা একাডেমির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে শিল্পী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম, জীবন সদস্য ছিরু মিয়া, প্রভাষক কবি মাহাবুব হাসান, কবি মাহফুজ রিপন, জীবন সদস্য মেহেদী হাসান বিপ্লব, হায়দার আলী নিশাম, পৌর যুবদলের আহ্বায়ক মো. সাইফুজ্জামান লিটন, রিপন কুন্ডুসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিল্প-সংস্কৃতি জাতির আত্মার প্রকাশ। মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা আগামী দিনে একাডেমির কার্যক্রম আরও সম্প্রসারণ ও সাংস্কৃতিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে