আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল, পাকশিমুল, চুন্টা ও পানিশ্বর—এই চারটি ইউনিয়নের আঞ্চলিক ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার শান্তিনগর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব আখতার হোসেন।
সভায় তিনি বলেন, “আমরা ভাটি এলাকার মানুষ, আমাদের চাহিদা ও সমস্যাগুলো আমি ভালোভাবে বুঝি। যেহেতু আমি এখানকার সন্তান, তাই কোথায় রাস্তা, স্কুল, বিশ্ববিদ্যালয় বা বাজারের প্রয়োজন আছে তা আমার জানা। দল যদি আমাকে নমিনেশন দেয়, তবে আমি আপনাদের সহযোগিতা, দোয়া ও ঐক্যবদ্ধতা প্রত্যাশা করি।”
সভায় পানিশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক আলীর সভাপতিত্ব করেন। এতে ভাটি অঞ্চলের চার ইউনিয়নের বিএনপি, যুবদল ও কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পানিশ্বর ইউনিয়নের বিএনপি নেতা মোস্তফা।
একুশে সংবাদ/এ.জে