ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী সমাবেশ করায় আয়োজকদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। এতে আহত হয়েছেন অন্তত কয়েকজন। এর মধ্যে হৃদয়, সাব্বির ও সাগর নামে তিন যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে পৌর শহরের রেল স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, পীরগঞ্জ রেলস্টেশন ও আশপাশের এলাকায় মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। কিছু মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক বিক্রি করায় যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এ অবস্থায় সচেতনতা সৃষ্টি ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে স্টেশনপাড়ার যুবকরা শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রেলস্টেশনের পূর্ব পাশে এক মাদকবিরোধী সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল শীলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে অতিথিরা চলে যাওয়ার পর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আয়োজকদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।
আহত সাগর হোসেন বলেন, “কিছুদিন আগে রেলস্টেশনের পশ্চিম পাশে আরেকটি মাদকবিরোধী সমাবেশ করার পর আমাদের ওপর হামলা হয়েছিল। তখনও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।”
আহত হৃদয় জানান, হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, “হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা হবে।”
একুশে সংবাদ/এ.জে