আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশ গ্রহণে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)`র কৃষিবিদদের সংগঠন `বিএডিসি` কৃষিবিদ সমিতি’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়েছে।
সুষ্ঠ নির্বাচন পরিচালনায় নেয়া হয়েছে সকল ধরনের পদক্ষেপ, জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার। উন্নয়নের প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। জয়ী হলে সকলকে নিয়ে উন্নয়নে বদ্ধপরিকর প্রার্থীরা। দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানিয়েছেন প্রার্থীরা। নির্বাচন চলাকালীন সময়ে প্রার্থীরা ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ ও উৎসাহব্যঞ্জক হিসেবে বর্ণনা করেছেন।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর গাবতলী বিএডিসি কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার অডিটোরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ৩০০ জন। এর মধ্যে ঢাকা জেলায় ১৫৬ জন এবং যশোর, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ জেলার ভোটার ১৪৪ জন। ঢাকা সহ পাঁচটি বিভাগে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০টি পদে দুইটি প্যানেলে মোট ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে হুমায়ুন-আকিক প্যানেলে সভাপতি পদে কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কৃষিবিদ ডঃ মোঃ আকিকুল ইসলাম আকিক, জ্যেষ্ঠ সহ-সভাপতি কৃষিবিদ ডঃ মোহাম্মদ আক্তার হোসেন খান (চঞ্চল), সহ-সভাপতি কৃষিবিদ মোঃ শওকত আলী ও কৃষিবিদ মোঃ ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মীর এনামুল হক (মুন্না), দপ্তর সম্পাদক কৃষিবিদ মোঃ নেয়ামুল নাসির, প্রচার সম্পাদক কৃষিবিদ মোঃ আব্দুর রহমান (রাজু), সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ কে এম আবুল কালাম (আজাদ), কোষাধক্ষ্য কৃষিবিদ মোঃ আব্দুর রহমান চৌধুরী (দুলাল), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কৃষিবিদ লায়লা আক্তার, কৃষি, পরিবেশ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শফিউল আলম (শামীম), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শাহীনুর ইসলাম (সুমন)। এছাড়াও সদস্য পদে কৃষিবিদ ডঃ মোঃ নাজমুল ইসলাম মানিক, কৃষিবিদ মেজবাহ উদ্দিন আহমেদ, কৃষিবিদ এ কে এম কামরুজ্জামান (শাহীন), কৃষিবিদ কে এম মনিরুজ্জামান, কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম (মিল্টন), কৃষিবিদ মোঃ এনামুল হক, কৃষিবিদ মোহাম্মদ রমিজুর রহমান, কৃষিবিদ মোহাম্মদ দেলোয়ার হোসেন, কৃষিবিদ এ এফ এম শফিকুল ইসলাম, কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, কৃষিবিদ মোঃ আওলাদ হাসান সিদ্দিকী, কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম (শিপন), কৃষিবিদ মোঃ হারুন অর রশীদ ও কৃষিবিদ মোঃ মাফিউল জান্নাত (সিয়াম) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচনে আলম-শফিকুল প্যানেলে সভাপতি পদে কৃষিবিদ মোহাম্মদ মাহমুদুল আলম, সাধারণ সম্পাদক কৃষিবিদ ডঃ মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি কৃষিবিদ খালেদুম মনিরা, জ্যেষ্ঠ সহ-সভাপতি কৃষিবিদ ডঃ মোঃ মাহাবুবুর রহমান, যুগ্ম সম্পাদক কৃষিবিদ আসিফ ইকবাল ছাফী ও কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মোঃ আবু তালেব মিঞা, দপ্তর সম্পাদক কৃষিবিদ মোঃ রুহুল কোবির আদনান, প্রচার সম্পাদক কৃষিবিদ মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ কৃষিবিদ মোঃ মাহফুজুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কৃষিবিদ শাহ মোহাম্মদ জালাল উদ্দিন, কৃষি, পরিবেশ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ডঃ মোহাম্মদ সাইদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান ও কৃষিবিদ মোঃ নুরুজ্জামান। এছাড়াও সদস্য পদে কৃষিবিদ ডঃ মোঃ ইসবাত, কৃষিবিদ মোঃ আল মামুন মেহেদী হাসান, কৃষিবিদ ডঃ মোঃ ইব্রাহিম খলিল, কৃষিবিদ ডঃ বশির আহম্মেদ, কৃষিবিদ ডঃ মোঃ ছানাউল হক, কৃষিবিদ মোঃ কামাল উদ্দিন, কৃষিবিদ আবু তালেব, কৃষিবিদ মোঃ ওসমান গণী, কৃষিবিদ মোঃ নিগার হায়দার খান, কৃষিবিদ মোঃ আব্দুল হাই, কৃষিবিদ মোঃ রেজাউল করিম তালুকদার, কৃষিবিদ ফরিদা আক্তার, কৃষিবিদ মোঃ আরিফুর রহমান, কৃষিবিদ ডঃ মোঃ আসিফ ইকবাল শাওন এবং কৃষিবিদ মাহমুদ আল পারভেজ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন চলাকালীন সময়ে সভাপতি প্রার্থী কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক প্রার্থী কৃষিবিদ ডঃ মোঃ আকিকুল ইসলাম আকিক একুশে সংবাদকে বলেন, এটি নির্বাচন নয়, বরং একটি মিলনমেলার মতো অনুষ্ঠান। যেই জয়ী হোক, আমরা সমিতির উন্নয়নে একসাথে কাজ করব। এখানে কোন ধরনের বিশৃঙ্খলা বা ফলাফল অগ্রহণযোগ্যতার প্রশ্নই নেই, কারণ আমরা সবাই একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তা। উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েই প্রার্থী হয়েছি। জয়ী হলে প্রতিশ্রুতি বাস্তবায়নে সকল ধরনের পদক্ষেপ নেব। দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে ভোট দিবেন ভোটারগন।
সভাপতি প্রার্থী কৃষিবিদ মোহাম্মদ মাহমুদুল আলম ও সাধারণ সম্পাদক কৃষিবিদ ডঃ মোঃ শফিকুল ইসলাম বলেন সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ণ সুস্থ ও সুন্দর পরিবেশে চলছে। ভোটাররা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছেন এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রয়েছে। আমরা প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই বিএডিসি কৃষিবিদ সমিতি’র উন্নয়নে কাজ করব। ভোটারগন আমাদের জয়ী করলে আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করব।
এছাড়াও একাধিক প্রার্থী বলেন, এই মিলন মেলায় থাকতে পেরে নিজেকে গর্ববোধ করছি। খুব সুন্দর একটি পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটাররা যোগ্য প্রার্থীকেই বেছে নেব। জয়ী হলে সকলকে নিয়েই কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বিএডিসি কৃষিবিদ সমিতি’র উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ মোঃ দুলালুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। আমরা সকল ভোটার এবং প্রার্থীদের নিরাপদ ও স্বচ্ছ ভোট প্রদানের ব্যবস্থা করেছি। দুই প্যানেলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা খুবই সুষ্ঠু হয়েছে। আশা করি ফলাফল সবাই গ্রহণ করবেন এবং সমিতির কার্যক্রম আরও শক্তিশালী হবে। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি।
এছাড়াও আরও বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে এক যোগে সারা বাংলাদেশে পাঁচটি কেন্দ্রে ভোট চাইছে। নির্বাচনকে সুষ্ঠ করতে সারা বাংলাদেশের ভোট কেন্দ্র লাইভ ভিডিও মাধ্যমে পরিচালনা করছি। আশাকরি, নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করতে পারব।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে