যশোরের মণিরামপুরে পূর্বশত্রুতার জেরে তৃপ্তি মণ্ডল (৩৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কৃষ্ণবাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তৃপ্তি মণ্ডলের স্বামী অবনীশ মণ্ডল ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত শংকর মণ্ডল একই গ্রামের মৃত মুকুন্দ মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের মাঠে ঘাস কাটছিলেন তৃপ্তি মণ্ডল। এ সময় শংকর মণ্ডল ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শংকর মণ্ডলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/এ.জে