AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে নারীদের উদ্যোগে সফল শারদীয় দূর্গা পূজার জন্য নবারণ মহিলা সংঘ সংবর্ধিত



কোটচাঁদপুরে নারীদের উদ্যোগে সফল শারদীয় দূর্গা পূজার জন্য নবারণ মহিলা সংঘ সংবর্ধিত

কোটচাঁদপুরের সাহা পাড়ার নবারণ মহিলা সংঘের নারীরা সংবর্ধিত হয়েছেন। বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন করার জন্য তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের কোটচাঁদপুর শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেল ৫টায় নবারণ মহিলা সংঘের পূজা মণ্ডপ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানা যায়, কোটচাঁদপুরে এ বছর মোট ৪৯টি মণ্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভায় ২০টি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৯টি মণ্ডপ। এসব মণ্ডপের মধ্যে ৪৮টির সভাপতি ও সম্পাদক পুরুষ ছিলেন। একমাত্র নারীদের নেতৃত্বাধীন মণ্ডপটি ছিল সাহা পাড়ার নবারণ মহিলা সংঘ, যার সভাপতি বেবী রাণী সাহা এবং সম্পাদক কবিতা শর্মা।

নবারণ মহিলা সংঘের শতাধিক নারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পূজার আয়োজন ও কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন। তাদের উদ্যোগে সফলভাবে পূজা সম্পন্ন হওয়ার কারণে প্রথমবার কোটচাঁদপুরে নারীদের উদ্যেগে এই ধরনের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের কোটচাঁদপুর শাখার আহবায়ক পবিত্র কুমার অধিকারী, যুগ্ম আহ্বায়ক শ্যামল বিশ্বাস ও অসীত ঘোষ, সদস্য সচিব শান্তি বিশ্বাস, পৌর আহ্বায়ক কমিটির আহ্বায়ক রঘুনাথ বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশ্বনাথা রায়, নবারণ মহিলা সংঘের সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও সংঘের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে নবারণ মহিলা সংঘের সভাপতি ও সম্পাদককে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সভাপতি বেবী রাণী সাহা বলেন, “কখনও কল্পনাও করিনি পূজা করে আমরা এত সম্মানিত হব। পূজার কার্যক্রম শুরুর পর থেকে আমরা সবার সহযোগিতা পেয়েছি, আর সে কারণে আজ আমরা সফলভাবে পূজা সম্পন্ন করতে পেরেছি। এই সংবর্ধনা আমাদের ভিতকে আরও শক্ত করেছে। আগামীতেও পূজা অব্যাহত রাখার আশা রাখি।”

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহ্বায়ক পবিত্র কুমার অধিকারী। তিনি বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো নারীদের উদ্যেগে সফলভাবে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন হয়েছে। আমি ওই নারীদের সাধুবাদ জানাই এবং আশা করি আরও নারীরা এগিয়ে আসবেন। তাদের সাহসী পদক্ষেপ দেখিয়ে দিয়েছেন যে নারী উদ্যোক্তা সকল ক্ষেত্রে এগিয়ে আসতে পারে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!