মা ইলিশের প্রজনন রক্ষায় আগামী ৩ অক্টোবর রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হবে। নিষেধাজ্ঞার ঠিক আগে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাটসহ স্থানীয় বাজারগুলোতে ইলিশের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। সরবরাহ কম থাকলেও শেষ মুহূর্তে বিপুল চাহিদার কারণে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে ইলিশ।
বড় সাইজের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকায়। বুধবার (১ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা মাছঘাটে ক্রেতাদের ভিড় দেখা গেছে।
ফরিদগঞ্জ উপজেলা থেকে আসা ক্রেতা আরিফুর রহমান বলেন, “কয়েকদিন পরই নিষেধাজ্ঞা শুরু হবে। তাই দাম দেখে ঘাটে এসেছি, কিন্তু মাছের চাইতে ক্রেতাই বেশি।” শহর থেকে আসা তানভীর আহমেদ বলেন, “এখানে বরফ ছাড়া তাজা ইলিশ মেলে, তাই এসেছি। তবে বাজেটের সাথে মেলাতে না পারায় কেনা সম্ভব হয়নি।”
হরিণা মাছঘাটের খুচরা বিক্রেতা আইয়ুব আলী জানান, “কয়েকদিন ধরে ইলিশ কম পাওয়া যাচ্ছে। ছোট সাইজের ইলিশ (প্রতি হালি ২০০ গ্রাম) বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৭০০ টাকায়। ৮০০–৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি ২২০০–২৫০০ টাকা। আর ১২০০–১৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি ৩৫০০–৪০০০ টাকায় বিক্রি হচ্ছে।”
প্রবীণ মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম ছৈয়াল বলেন, “এ মৌসুমে ইলিশ কমবেশি পাওয়া গেছে। তবে তাজা ইলিশের চাহিদা বেশি থাকায় দাম কমেনি। বড় ইলিশ দেশজুড়ে চাহিদাসম্পন্ন, অনলাইন বিক্রেতারাও এখান থেকে কিনে নিয়ে যান।”
চাঁদপুর সদরের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, “এবার জাটকা রক্ষায় প্রশাসন কঠোর ছিল। তাই জেলেরা বড় সাইজের ইলিশ পাচ্ছে। তবে দাম সত্যিই অনেক বেশি।”
একুশে সংবাদ/এ.জে