শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার (১ অক্টোবর) বিকেল ৪টায় তারা প্রথমে বালিজুড়ী শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ ঠাকুর মন্দিরের পূজামণ্ডপে উপস্থিত হন। এরপর গাবেরগ্রাম ঝালোপাড়া নাটমন্দির মণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান।
পরিদর্শনকালে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজারীদের নিরাপত্তা এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
একুশে সংবাদ/এ.জে