রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযানে ৮১ দশমিক ১৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর ভারপ্রাপ্ত জোন কমান্ডারের দিকনির্দেশনায় হাবিলদার আমান উল্লাহর নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা কাঠলোডিং পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিপুল পরিমাণ সেগুন কাঠ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত কাঠের পরিমাণ ৮১ দশমিক ১৭ ঘনফুট, যার সিজার মূল্য ১ লাখ ৬২ হাজার ৩৪০ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান বলেন, “২৭ বিজিবি মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/এ.জে