গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড়ে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে ভিড় জমায় আশপাশের এলাকার মানুষ।
উৎসবমুখর এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও শিক্ষা-অনুরাগী, নতুন কুঁড়ি প্রতিযোগিতার বিচারক সাবরিনা বিনতে আহমেদ। তিনি মেলায় আগত দর্শনার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “গ্রামীণ এ ধরনের উৎসব কেবল বিনোদনের নয়, বরং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে জীবন্ত করে রাখে। আগামী প্রজন্মকে ঐতিহ্যের সাথে পরিচিত করতে এসব আয়োজনের গুরুত্ব অপরিসীম।”
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গও এ উৎসবে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে