নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে অভিযানে তিনজনকে আটক করা হয়—আকলিমা (৩৫), সাদ্দাম হোসেন (৩২) ও হৃদয় (২৮)।
আটকদের নিকট থেকে ১২৪ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, তারা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাব্বিরের নির্দেশে এ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে মুড়াপাড়া এলাকায় নিয়ে এসেছিল।
সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এলাকাবাসী জানান, সেনাবাহিনীর এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে