শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখা ট্রাফিক ক্যাম্পেইন পরিচালনা করেছে। বুধবার (১ অক্টোবর) উপজেলার বিভিন্ন সড়কে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় আয়োজিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, জুড়ী কোয়াবের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, হারুনুর রশিদ হিরা, ইলিয়াস আহমদ, নয়ন মিয়াসহ অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা পথচারী ও যানবাহন চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করেন।
একুশে সংবাদ/এ.জে