AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
০৫:৩৯ পিএম, ১ অক্টোবর, ২০২৫

কোটালীপাড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাসের বিরুদ্ধে এক ব্যবসায়ীসহ চারজনকে মারধর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন (২৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগানউত্তরপাড়া গ্রামের খাইরুল বশার নান্নুর ছেলে ও সিকিরবাজারের গ্যাস ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন কয়েকজন বন্ধুকে নিয়ে রাজাপুরে পূজা দেখতে যান। এ সময় মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে শাওনের সঙ্গে ছাত্রদল সভাপতি ক্লিনটন বিশ্বাসের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্লিনটন বিশ্বাসের নেতৃত্বে ইমতিয়াজ ইসলাম শাওন (২৫), সোয়াদী শেখ (২০), রসুল ফকির (১৮) ও ফেরদাউস ঘরামী (১৯)-এর ওপর হামলা চালানো হয়। পরে শাওনের মোটরসাইকেল (সুজুকি এফআই মডেল, নম্বর: গোপালগঞ্জ-ল-১১-৭৬৫৪) ছিনিয়ে নিয়ে পূজামণ্ডপের ভেতরে এনে পুড়িয়ে ফেলা হয়।

আহত শাওন অভিযোগ করে বলেন, “মঙ্গলবার রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে পূজা দেখতে যাই। রাস্তায় মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে ক্লিনটন বিশ্বাস আমাদের গালাগাল করে এবং পরে মারধর করে। এরপর আমার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পূজামণ্ডপে বসে পুড়িয়ে ফেলে।”

অভিযোগ অস্বীকার করে রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস বলেন, “গ্যাস ব্যবসায়ী শাওন কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির গতিরোধ করে এবং আমাদের ওপর হামলা চালায়। পরে এলাকাবাসী এসে শাওনের মোটরসাইকেল পুড়িয়ে ফেলে। আমরা কাউকে মারধর করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, “ক্লিনটন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!