সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতের নাগরিক জব্বার মণ্ডল (৭৫)-এর লাশ দেখতে সুযোগ পেয়েছেন তার বাংলাদেশি আত্মীয়-স্বজনরা। এ ব্যবস্থা করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধান্যখোলা কোম্পানি সদরের দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-২৫/৬-এস সংলগ্ন ধান্যখোলা সীমান্তে এ ঘটনা ঘটে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারতের পশ্চিমবঙ্গের বাগদা থানার বাশঘাটা গ্রামের বাসিন্দা জব্বার মণ্ডল বার্ধক্যজনিত কারণে গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) মারা যান। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশি স্বজনরা লাশ একবার দেখার জন্য বিএসএফের কাছে আবেদন করেন। পরে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করে। লাশ দেখার পর তা দাফনের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হয় এবং স্বজনরা নিজ বাড়িতে ফিরে যান।
এ সময় উপস্থিত ছিলেন ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম মিয়া এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের মোস্তফাপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায়।
একুশে সংবাদ/এ.জে