ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের ভাইরাল হওয়া বৃদ্ধ হালিম উদ্দিন (৮০)-এর পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার।
জানা গেছে, বুধবার দুপুরে ওই বৃদ্ধের খোঁজখবর নিতে তার বাড়িতে যান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর-তারাকান্দা আসনের সম্ভাব্য প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হালিম উদ্দিনকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কোরবানির ঈদের কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, কোদালিয়া গ্রামের হালিম উদ্দিনকে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক মাথার চুল, দাড়ি ও গোঁফ কেটে দিচ্ছেন। এ সময় কাঁদতে কাঁদতে ওই বৃদ্ধ বলেন, “আল্লাহ, তুই দেহিস।”
ঘটনার পর গত ২৭ সেপ্টেম্বর ভুক্তভোগীর ছেলে শহীদ মিয়া আকন্দ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।
একুশে সংবাদ/এ.জে