কোটচাঁদপুরে মটরসাইকেল চুরি করে পালানোর সময় নয়ন সরকার (২২) নামে ২২ মামলার আসামি জনতার হাতে আটক হয়েছেন। তিনি কোটচাঁদপুর আর্দশপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৬টার দিকে নয়ন সরকার কোটচাঁদপুরের রামচন্দ্র গ্রামের মইদুল ইসলামের মটরসাইকেল নিয়ে পালানোর সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে বিহারি পাড়া এলাকা থেকে আটক করেন। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, নয়নের নামে কোটচাঁদপুর, মহেশপুর, কালিগঞ্জ ও দর্শনা থানাসহ একাধিক থানায় ২২টির বেশি মামলা রয়েছে। মটরসাইকেল মালিক মঙ্গলবার রাতে আরও একটি মামলা দায়ের করেছেন।
পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার সকালে কোটচাঁদপুর থানার পুলিশ তাকে আদালতে পাঠিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে