AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগর সীমান্তে বিএসএফ ধরে নিলেন একজন বাংলাদেশী



জীবননগর সীমান্তে বিএসএফ ধরে নিলেন একজন বাংলাদেশী

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে ভারতের বিএসএফ এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার সময় নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বদরউদ্দীন (২৬) নামে ওই ব্যক্তিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। তিনি বেনীপুর গ্রামের স্কুলপাড়ার আব্দুল করিমের ছেলে।

স্থানীয়রা জানায়, বদরউদ্দীনের সঙ্গে আরও ৫-৬ জন অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। বিএসএফ সদস্যদের ধাওয়ার সময় অন্যরা পালিয়ে গেলেও বদরউদ্দীন আটক হন।

বেনীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম (পিএসসি) জানান, তারা অসমর্থিত সূত্র থেকে বিষয়টি জানতে পেরেছেন এবং বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!