চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম কধুরখীল ১নং ওয়ার্ডের আকবর আলী বাড়ির বাসিন্দা ও সূচনা কম্পিউটারের সাবেক অপারেটর জালাল উদ্দীন (২২) পুকুরে ডুবে মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার এশার নামাজের সময় অযু করতে পুকুরে নামেন জালাল উদ্দীন। এ সময় তিনি দুর্ঘটনাবশত পানিতে পড়ে যান। দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুর ঘাটে তার জুতা দেখতে পেয়ে সন্দেহ হয় যে তিনি পানিতে পড়ে গেছেন। রাতভর খোঁজাখুঁজির পর অবশেষে রাত ১টার দিকে এলাকাবাসী পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করেন।
এই আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/এ.জে