AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্গাপূজায় ৪৯ ঘটনায় মামলা ১৫, গ্রেপ্তার ১৯


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৫ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

দুর্গাপূজায় ৪৯ ঘটনায় মামলা ১৫, গ্রেপ্তার ১৯

শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এসব ঘটনায় মোট ১৫টি মামলা হয়েছে এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে কোনো ঘটনাই বড় ধরনের সহিংসতা বা নিরাপত্তা সংকট তৈরি করেনি। “সবগুলোই শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে,” যোগ করেন তিনি।
বিচ্ছিন্ন ঘটনাগুলো কী ধরনের জানতে চাইলে তিনি বলেন, পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে পড়ে যাওয়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া ও জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়ার মতো ঘটনা রয়েছে।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম জানান, জামায়াত পরিচয়ে মণ্ডপে গান বন্ধ করার ঘটনা চট্টগ্রামে ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা দাবি করেছেন, তার সঙ্গে সংগঠনের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই।

আইজিপি বাহারুল আলম জোর দিয়ে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। পুলিশ সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!