AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেঙ্গুতে আক্রান্ত দুমকি উপজেলা ছাত্র হিজবুল্লাহর সাংগঠনিক সম্পাদকের মৃত্যু


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৬:৩১ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ডেঙ্গুতে আক্রান্ত দুমকি উপজেলা ছাত্র হিজবুল্লাহর সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ জাকারিয়া (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাকারিয়া পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ছাত্র হিজবুল্লাহ দুমকি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অকাল প্রয়াত এ শিক্ষার্থী দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারো গাছিয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ জাহাঙ্গীর হোসেনের পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার হঠাৎ জ্বরে আক্রান্ত হলে তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।

এই মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবার, সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন জাকারিয়ার বাবা-মা।

সহপাঠী শিক্ষার্থীরা জানান, জাকারিয়া ছিলেন ভদ্র, মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার মৃত্যুতে শিক্ষাঙ্গনসহ স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছেন।

পটুয়াখালী জেলায় চলমান ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা নতুন করে আলোচনায় এসেছে এই মৃত্যুর ঘটনায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বৃদ্ধি, মশা নিধন কার্যক্রম জোরদার ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে না পারলে এমন মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হতে পারে।

মোঃ জাকারিয়ার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!