জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেলিম হোসেন পৌরসভার বাউসী চন্দনপুর এলাকার আব্দুল কাশেমের ছেলে। তিনি সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ (জোনাল) অফিসের অধীনে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। রোববার বিকেলে তিনি ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের উপর ঝুলে থাকা একটি কদম গাছের ডাল কাটতে যান। ডাল কাটার আগে বিদ্যুৎ অফিসে ফোন করে সঞ্চালন লাইন বন্ধও করে নেন। পরে গাছের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় হঠাৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় সেলিমের দেহ উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী খালেদা বেগম বলেন, “পল্লী বিদ্যুতের লাইনের সব কাজই করতেন আমার স্বামী। আজ দুপুরে তিনি বালিয়া এলাকায় কাজে গিয়েছিলেন।”
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, “পল্লী বিদ্যুতের লাইনে সেলিম হোসেন নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ বিষয়ে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. দেলোয়ার হোসেন খান বলেন, “গাছের ডাল কাটার জন্য বিদ্যুতের লাইন বন্ধ রাখা হয়েছিল। তারপরও কীভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলেন, তা বোধগম্য নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে তিনি আমাদের অফিসের কোনো নিয়োগপ্রাপ্ত কর্মী নন।”
একুশে সংবাদ/এ.জে