ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মো. আহম্মদুল কবির (৩৩) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার সন্ধ্যার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
নিহত আহম্মদুল কবির নরসিংদী পলাশ উপজেলার জয়পুরা গ্রামের মো. মনিরুজ্জামান মিয়ার ছেলে।
একুশে সংবাদ/এ.জে