AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানিকগঞ্জে ডেরা রিসোর্টকে ১ লাখ টাকা জরিমানা


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
১২:২৬ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মানিকগঞ্জে ডেরা রিসোর্টকে ১ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের ঘিওরের পুরানগ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা। 

রবিবার ( ২৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের যুগ্ন সচিব পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) সৈয়দ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত হচ্ছিলো। এছাড়া ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে এসটিপি ছাড়া পরিচালিত হয়। এসব কারনে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা চলতি মাসের ৮ সেপ্টেম্বর উপস্থিত হতে ডেরা রিসোর্টকে শুনানির নোটিশ প্রদান করে। তবে ডেরা রিসোর্ট কর্তৃপক্ষ ওইদিন শুনানিতে উপস্থিত হননি। পরে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়। ডেরা রিসোর্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি শেষে পরিবেশ আইন ভঙ্গ করায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী এক মাসের মধ্যে এসটিপি নির্মান ও ছাড়পত্র নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে এশিউর গ্রুপের ট্যুরিজম ইনচার্জ ইমাম উদ্দিন আহম্মেদ বলেন, মানিকগঞ্জের ডেরা রিসোর্টের বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে কোন বাধা বিপত্তি নেই। দ্রুত এসটিপি নির্মান করা হবেও বলেও জানান তিনি। তবে কেন জরিমানা করা হয়েছে এমন বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!