নেত্রকোনার মদন পৌর সদরে হাঁস চুরি করার অপবাদ দিয়ে বাড়িতে হামলা চালিয়ে তিন নারীকে মারধর করা হয়েছে। এই ঘটনায় তারা গুরুতর আহত হয়েছেন। ঘটনা ঘটে মদন পৌর সদরের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে।
শনিবার (২৭ সেপ্টেম্বর)রাতে ভুক্তভোগী তরীফা আক্তার (৪৫) বাদী হয়ে ফারুক মিয়া (২৫)-কে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফারুক মিয়ার সঙ্গে ভুক্তভোগী তরীফা আক্তারের মনোমালিন্য চলছিল। পূর্বের শত্রুতার জের ধরে ২৭ অক্টোবর রাতে ফারুকসহ সাত থেকে আটজন মিলে তিন অসহায় নারীকে ঘরে ঢুকে মারধর করে গুরুতর আহত করেছে।
পরে প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে রাত ১০ টার সময় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।
ভুক্তভোগী তরীফা আক্তার বলেন, “ফারুক মিয়ার হাঁস চুরি হয়েছে কিনা আমরা কিছুই জানি না। পূর্বে শত্রুতার জের ধরে তারা আমাদের বাড়িতে হামলা চালিয়েছে, ঘরবাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের তিন বোনকে মারধর করেছে। আমরা তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। তারা মিথ্যা অপবাদ দিয়ে আমাদের ঘরবাড়ি ভাঙচুর ও মারধর করেছে।”
মদন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শামসুল আলম শাহ্ বলেন, “চুরির অপবাদ দিয়ে তিন নারীকে মারধর করার অভিযোগে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে