দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের ডাসারে অসহায় ও দরিদ্র শতাধিক হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের নিজ বাড়িতে হিন্দু পরিবারের সঙ্গে মতবিনিময় শেষে তাদের হাতে উপহারসামগ্রী হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
এ সময় তিনি বলেন, “সারা দেশে হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে বিএনপি। শারদীয় দুর্গাপূজা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তবে অনেক হিন্দু ভাই-বোন আছেন যারা অসহায়-দরিদ্র, একজন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে দুর্নীতি করবে—এমন এমপি-মন্ত্রী আমরা আর দেখতে চাই না। তারেক রহমান স্পষ্ট বলেছেন, সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো ধরনের বৈষম্য আমরা মেনে নেব না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসীম হালদার, সদস্য সচিব উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখা; জ্ঞানেন্দ্র নাথ মল্লিক, যুগ্ম আহ্বায়ক পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখা; সমীর সরকার খোকন, আহ্বায়ক পূজা উদযাপন ফ্রন্ট ডাসার উপজেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন মাস্টারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে