বোয়ালখালীতে সাপে কাটা রোগী হাসান রেজা (৫) নামের এক শিশু। বিষধর সাপটি সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় এই ঘটনা ঘটে।
সাপে কাটা শিশুটির মা বলেন, টেবিলের ড্রয়ারে হাত দিলে সেখানে থাকা বিষধর সাপটি কামড় দেয়।
জানা গেছে, গ্রিন পিট ভাইপার একটি বিষাক্ত সাপ এবং এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় প্রাণী। উজ্জ্বল সবুজ রঙের জন্য এটি পরিচিত এবং বিশ্বের সবচেয়ে সুন্দর সাপগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ আজমাইন বলেন, ৫ বছরের শিশুকে গ্রিন পিট ভাইপার নামের সাপ কামড় দিয়েছে। বর্তমানে শিশুটি পর্যবেক্ষণে রয়েছে।
একুশে সংবাদ/এ.জে