ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শহিদুল ইসলাম (৪০) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী।
ওসি বলেন, শুক্রবার রাতে সরাইল থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় সরাইল থানাধীন শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির হেফাজত হতে ৯৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধিমতো জব্দ করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভা ৪নং ওয়ার্ডের আমলাপাড়া মনা মিয়ার বাড়ির ভাড়াটিয়া, মৃত ধন মিয়ার ছেলে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে