AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে মহিলা জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৩:২৩ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

কালীগঞ্জে মহিলা জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে মহিলা জামায়াতের উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পৌরসভা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দায়িত্বশীল নারী প্রতিনিধিরা অংশ নেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা জামায়াত কার্যালয়ে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের মহিলা বিভাগের শুরা ও কর্মপরিষদ সদস্য নারগিছ আমিন এবং সভাপতিত্ব করেন উপজেলা মহিলা জামায়াতের দায়িত্বশীলা নাছরিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিভাগের দায়িত্বশীল ও কেন্দ্রীয় মহিলা জামায়াতের মজলিসে শুরা সদস্য নাছরিন আকবর। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহিলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য তাছলিমা হাকিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা জামায়াতের দায়িত্বশীলা নাছরিন আক্তার।

এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯ জন এবং ৭ ইউনিয়নের ৬৩ জন দায়িত্বশীলা নারী সদস্যসহ অন্যান্য নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের বিষয়ে উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন জানান, প্রতিনিধি সভার শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করা হয়। পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে পরিকল্পিতভাবে কাজ করা, ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেওয়া, পোলিং এজেন্টদের করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!