সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত পিআরসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে মডেল মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিজুড়ী বাজার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে পরবর্তীতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল মেহেদী।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক শাহীন আকতার খান পিটার, পৌর জামায়াতের আমীর আতিকুর রহমান সেলিম, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রমজান আলী প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে