পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইদিনব্যাপী উপজেলা পর্যায়ে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল ইসলাম, জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, আয়রন জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নান্না মিয়া, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হোসেন মনির মোল্লা, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
প্রতিযোগিতায় ৩১টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
একুশে সংবাদ/পি.প্র/এ.জে