বিজিবি’র অভিযানে ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে ‘মাগুরা কার্গো সার্ভিস’-এর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) থামিয়ে তল্লাশিকালে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
ট্রাকটি আটকানোর পর তল্লাশিকালে ১৪৭৬টি ভারতীয় শাড়ি, ২১৫টি থ্রি-পিস, ১০,৬৯৩ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ, ৭৪,৪৫৫টি কসমেটিকস সামগ্রী এবং ২টি মোটরসাইকেলের টায়ার উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকের চালক ও হেলপারকে আটকসহ পণ্য এবং ট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—মাগুরা সদর থানার হাজী রোড কলেজপাড়া গ্রামের নাদের মোল্যার ছেলে আঃ মালেক (৪৬) এবং শিবরামপুরপাড়া গ্রামের শুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)। জিজ্ঞাসাবাদে তারা জানায়, বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের মোঃ বাবুলের ছেলে মোঃ বিল্লাল (৩২) তাদের সঙ্গে ২০,০০০ টাকায় চুক্তি করে এসব মালামাল বেনাপোল থেকে ঢাকার মিরপুরে পৌঁছে দেওয়ার জন্য নিয়েছিল।
আটককৃত মালামাল ও ট্রাকসহ আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন, “আসন্ন দুর্গাপূজার কারণে ভারতীয় পণ্যের চাহিদা বাড়ায় চোরাচালানচক্র সক্রিয় হয়ে উঠেছে। তবে সীমান্তে বিজিবি’র নজরদারি এবং অভিযাণিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে, যাতে চোরাকারবারীরা কোনোভাবেই সফল হতে না পারে।”
একুশে সংবাদ/য.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

