ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রাণীশংকৈল প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজকের দর্পণ পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন বলেন, আজকের দর্পণ ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পাঠকের চাহিদা পূরণে কাজ করবে। একই সঙ্গে উপজেলাবাসীর নানান দুর্ভোগ নিরসন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকবে।
রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আশরাফুল আলম বলেন, "আজকের দর্পণ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করছে। আগামীর পথচলা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করি।"
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওন। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাজাহান আলী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মোবারক আলী প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, ইত্তেফাক প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, খবর একদিন প্রতিনিধি ছবি কান্ত দেব, দৈনিক উত্তরা প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক উত্তর বাংলা প্রতিনিধি আনিসুর রহমান বাকি, দৈনিক আজকের প্রতিভা প্রতিনিধি একে আজাদ, ভোরের ডাক প্রতিনিধি বিজয় রায়, নয়া দিগন্ত প্রতিনিধি আনোয়ার হোসেন জীবন, দৈনিক করতোয়া প্রতিনিধি বিপ্লব, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মাহবুব আলম, বসুন্ধরা প্রতিনিধি মেহেদি হাসান, দেশ বাংলা প্রতিনিধি অভিষেক চন্দ্র রায় এবং দৈনিক জবাবদিহি প্রতিনিধি খালেদ মাহমুদ সুজনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আজকের দর্পণ পত্রিকা নীতি-নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি এলাকা ও দেশজুড়ে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করে সমাজে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে