মদন উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের গোবিন্দশ্রী ইউনিয়নের ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে মোঃ রিপন মেম্বারকে আহ্বায়ক এবং মোঃ সাইদুল মিয়াকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল হাকিম। যুগ্ম আহ্বায়ক মন্টু মিয়া, অপু চৌধুরী ও নুরুল আমিন। এছাড়া সম্মানিত সদস্য হিসেবে আছেন আনজু মিয়া প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সাকের খান, নায়েকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ছয়াল, উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান পরশ, বিএনপি নেতা মিজানুর রহমান কমল এবং গোবিন্দশ্রী ইউনিয়নের অর্থ বিষয়ক সম্পাদক সারওয়ার আলম পাপ্পু প্রমুখ।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে মদন উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক মোঃ একলাছ মেম্বার, সদস্য সচিব মিজানুর রহমান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজ উদ্দিনের যৌথ স্বাক্ষরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে এই আহ্বায়ক কমিটিকে ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে