কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ধীতপুর এলাকা থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাদের আটক করে।
থানা সূত্রে জানা যায়, ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার কর্মীরা মহাসড়কের ধীতপুর এলাকায় মিছিল বের করলে সেটি ফেসবুক লাইভে ছড়িয়ে পড়ে। বিএনপির স্থানীয় নেতাদের নির্দেশে যুবদলের কর্মীরা ৫ জনকে ধরে পুলিশে সোপর্দ করে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী জানান, “মহাসড়কে ঝটিকা মিছিল করার সময় ৫ জনকে আটক করা হয়েছে। মামলার স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। থানায় মামলার প্রস্তুতি চলছে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

