গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি রাইটার সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় কলেজের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক আলী জাফর, মো. মশিউর রহমান সরকার, মো. মোস্তাফিজুর রহমান এবং শফিউল হাসান। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রভাষক কৃষ্ণা রানী সরকার ও প্রভাষক মো. আব্দুর রউফ।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে