চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তদারকিমূলক অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
অভিযানে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, একাত্তর ও হাজী মোড় এলাকায় ক্লিনিক, ডায়াগনস্টিক ও ওষুধের তদারকি করা হয়। কনা নাসিং হোমের স্বত্বাধিকারী মাহমুদ শাহরিয়ার আতিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় জরিমানা করা হয়েছে। কারণ, ল্যাবে (ফ্রিজে) মেয়াদ উত্তীর্ণ ডেঙ্গু ও ইউরিন টেস্ট কীট সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছিল।
অভিযানে চিকিৎসা প্রতিষ্ঠানসমূহকে কাগজপত্র হালনাগাদ, মেয়াদ উত্তীর্ণ টেস্ট কীট ব্যবহার না করা এবং অন্যান্য ত্রুটি সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে