গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশে ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের গর্ভণিং বডির সভাপতি রেজাউন্নবী লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিটি বিষয়ের শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করার পাশাপাশি আদর্শবান মানুষ হয়ে নিজ ভাগ্য গড়ার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করেন।
এছাড়া ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এ.কে. আজাদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবুল কাশেম ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ারুল ইসলামও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
গর্ভণিং বডির সভাপতি রেজাউন্নবী লেবু সমাপনি বক্তব্যে বলেন, “মেধা বিকাশের মূলমন্ত্র হলো শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। এভাবে অর্জিত মেধাশক্তি দেশ ও জাতির কল্যাণে ব্যবহার করতে হবে।” তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানের আগে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি করানো হয় এবং উপস্থিত শিক্ষার্থীদের হাতে একটি করে কলম ও ক্লাশ রুটিন বিতরণ করা হয়।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে