AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে সভা অনুষ্ঠিত



জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয় করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা) এর সহযোগিতায় গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার।

ইপসার সুনামগঞ্জ সদর উপজেলা কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোঃ নবী হোসেন, আব্দুল মন্নান মোল্লা, আলতু মিয়া, ইউপি সদস্য একলিমুর রেজা চৌধুরী, সুধাংশু তালুকদার, শাহাব উদ্দিন, ইউপি সচিব কঙ্কন সরকার, ইপসার জামালগঞ্জ সমন্বয়কারী হাফছা রহমান, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, ইউপি সদস্যা নার্গিস সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, স্বজনপ্রীতি ও দুর্নীতি বন্ধ করলে গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। গ্রাম আদালতকে কার্যকর করতে হলে কম খরচে, অল্প সময়ে সঠিক বিচার প্রদানের ব্যাপক প্রচারণা চালানো, নিয়মিত ওয়ার্ড সভায় বিষয়টি উত্থাপন করা এবং সঠিক বিচারের মাধ্যমে জনসাধারণের মনে আস্থা স্থাপন করা জরুরি।

গ্রাম আদালতে সমঝতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়। এতে এক বিরোধ থেকে অন্য বিরোধের সম্ভাবনা কমে। উভয় পক্ষের মধ্যে সম্পর্ক পূর্ণস্থাপনের চেষ্টা করা হয়। বক্তারা উল্লেখ করেন, দরিদ্র ও প্রান্তিক জনপদ বিশেষ করে নারী, প্রতিবন্ধি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য এটি খুব সহজেই বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করে।

 

একুশে সংবাদ/সু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!