মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে প্রাণবন্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চালা ইউনিয়নের লাউতা বাজারে এ মতবিনিময় সভা হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী হিপুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন হরিরামপুর উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন দুলাল। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান রিন্টু, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নিরব আহমেদ রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. হান্নান মোল্লা।
বক্তারা বলেন, কৃষক দলের শক্তি হলো তৃণমূল কৃষকের দাবি তুলে ধরা। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠন আরও শক্তিশালী হবে। অতিথিরা সংগঠনকে গতিশীল করার পাশাপাশি কৃষকের সমস্যা ও দাবি সামনে আনার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে