গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা-বামনডাঙ্গা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনে কাটা পড়ে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা এক যুবতীর (প্রায় ২৭) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে নলডাঙ্গা-বামনডাঙ্গা জামতলা রেলগেটের অদূরে রেললাইনের নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে রহস্যজনক মৃত্যুর সন্দেহ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে আশপাশের লোকজন রেললাইনে যুবতীর ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাইবান্ধা বালাসিঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য থানায় পাঠানো হয়।
রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে কোনো ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বোনারপাড়া রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে