ময়মনসিংহের ভালুকায় দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কের ভরাডুবা এলাকায় একপাশে নির্মাণকাজ চলার কারণে পুরো ট্রাফিক অন্য পাশ দিয়ে চলছিল। এ সময় নেত্রকোণাগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী আরেকটি বাস পাশ কাটানোর সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে সড়ক স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে