AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়া থানা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু উদ্ধার


Ekushey Sangbad
গোপালগঞ্জ সদর প্রতিনিধি,গোপালগঞ্জ
০২:৩৩ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

কোটালীপাড়া থানা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু উদ্ধার

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই তিন বছরের শিশু আইয়ানকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

আইয়ান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পিঞ্জুরী গ্রামের হাইয়ুল ও পাকিজা দম্পতির একমাত্র সন্তান। আত্মীয় পরিচয়ে বেড়াতে এসে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দোকান থেকে চিপস কিনে দেওয়ার কথা বলে আইয়ানকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে আমিরুল হোসেন বাপ্পি নামের এক যুবক। এ ঘটনায় রাতেই আইয়ানের মা বাদী হয়ে কোটালীপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পরপরই শিশু আইয়ানকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা ১২ ঘণ্টা অভিযান চালায়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নাটোরের লালপুর উপজেলার ধুপইল এলাকা থেকে অপহরণকারী আমিরুল হোসেনকে গ্রেপ্তার করে শিশুটি উদ্ধার করা হয়। অপহরণকারী ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে।

শিশু আইয়ানকে উদ্ধারের খবরে কোটালীপাড়া থানা পুলিশ ভূয়সী প্রশংসায় ভাসছে। অক্ষত অবস্থায় শিশুকে ফিরিয়ে আনার জন্য স্থানীয়রা পুলিশের প্রশংসা করেছেন। আইয়ানের মা পাকিজা বেগম বলেন, “আমিরুল ইসলাম আমার স্বামীর খালাতো ভাইয়ের বন্ধু। কিছুদিন আগে আমাদের বাড়িতে এসে একদিন অবস্থান করেছিল। গত মঙ্গলবার রাতে আবার আমাদের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে চিপস-চকলেট কিনে দেওয়ার কথা বলে আইয়ানকে অপহরণ করে নিয়ে যায়। এরপর বেলা ১১টার দিকে ফোন দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং থানায় জানাতে নিষেধ করে। পরে কোন উপায় না দেখে থানায় মামলা করি।”

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান খন্দকার বলেন, “অপহরণের ঘটনায় মামলা হওয়ার পরই আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে অভিযানে নামি। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরবর্তীতে শুক্রবার দুপুরে নাটোরের লালপুর থেকে অপহৃত শিশু আইয়ানকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”

 

একুশে সংবাদ/গো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!