রাজবাড়ীর কালুখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব-১০।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সোয়া ২টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে রাজবাড়ী–কুষ্টিয়া হাইওয়ে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার শোলমারী এলাকার আব্দুল বারীর ছেলে মো. তোফাজ্জল (৪৫) এবং একই উপজেলার দিঘীরপাড়া এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে মো. রিজন (২১)।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিয়মিত বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ব্যবসায়ী গ্রেপ্তার করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে