AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার


Ekushey Sangbad
আবু হেলাল, ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি
০৩:১০ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুরে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪), সিপিসি-১, জামালপুরের দুটি পৃথক অভিযানে ৪৪ বোতল বিদেশী মদ উদ্ধার এবং খবির ওরফে কবির নামে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও কালাপানি এলাকার জনৈক আমিরের বাড়ির পাশে লিচু বাগানের সামনের কাঁচা রাস্তায় কিছু মাদক কারবারী অবৈধ মদ স্থানান্তরের জন্য অবস্থান করছে। র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় বিদেশী মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা।

উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী হিসেবে স্থানীয় তিনজনের নাম উঠে আসে— আসমত আলী (৩০), মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং মো. ইয়াসিন আলী (২৬)। তারা সকলেই নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।

অন্যদিকে, ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪ এর অপর একটি দল নালিতাবাড়ী থানার মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনে ওয়ারেন্টভুক্ত আসামী পূর্ব সমশ্চুরা গ্রামের মৃত মান্নাত আলীর ছেলে খবির ওরফে কবির (২৫)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/শে.নি/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!