AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদন উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০২:৩৭ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মদন উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মদন উপজেলা যুবদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনা ও পরামর্শক্রমে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুবদল নেতা হারুন রশিদ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান সিমন, জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাকের খান, জোসেফ আহম্মেদ ভূটো, কে জামাল, মানিক মেম্বার, সোহেল রানা, কাইটাইল ইউনিয়ন সভাপতি হাদিস উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, চাঁনগাঁও ইউনিয়ন সভাপতি ফকির রাহিম উমুদ্দিন ও সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, মদন ইউনিয়ন সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আকন্দ, গোবিন্দশ্রী ইউনিয়ন সভাপতি আজহারুল ইসলাম ছোট্টন ও সাধারণ সম্পাদক আলী আকবর মিয়া, মাঘান ইউনিয়ন সভাপতি আব্দুছ সালাম তালুক ও সাধারণ সম্পাদক আরজু মিয়া, তিয়শ্রী ইউনিয়ন সহ-সভাপতি মাসুম খান ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা, নায়েকপুর ইউনিয়ন সভাপতি আব্দুল গনি ও সাধারণ সম্পাদক পান্না মিয়া, ফতেপুর ইউনিয়ন সভাপতি মাহবুব মিয়া ও সাধারণ সম্পাদক ফুয়াদ চৌধুরীসহ অন্যান্য যুবনেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং বিজয় সুনিশ্চিত করতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দলের দুর্নাম হয় এমন কোনো কাজ করলে দল দায় নেবে না। এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি সবাইকে নামাজ পড়া ও সঠিক পথে চলার পরামর্শ দেন তিনি।

 

একুশে সংবাদ/নে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!